জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে মোট ১৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ। তিনি নৌকা প্রতীকে ১ হাজার ২৭ হাজার ৮০৩ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ঈগল প্রতীকে পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২ হাজার ১২৮ ভোট।
রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।