জুমবাংলা ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে সুলতানা আহমেদ সাগরিকা নামে একজন সংরক্ষিত কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকে সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (২১ জুন) রাতে ফল ঘোষণার পর এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে সাগরিকার প্রতীক ছিল আনারক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উম্মে সালমা বুলবুলি। বিপুল ভোট পেয়ে উম্মে সালমাকে পরাজিত করেছেন সুলতানা আহমেদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছে। তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। আগামী দিনে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।