বিনোদন ডেস্ক : ক্রিকেটার নাসির, বিতর্কের আরেক নাম। বিতর্ক আর নাসির একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সাবেক প্রেমিকা সুবাহ থেকে শুরু করে বর্তমান স্ত্রী তামিমা তাম্মি পর্যন্ত প্রতিটি ধাপে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এবার বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন নেট দুনিয়ার আলোচিত সুবাহ।
যিনি ক্রিকেটার নাসির ইস্যুতে বেশ আলোচিত ছিলেন এক সময়। নিজের ফেসবুক লাইভে এসে সুবাহ বলেন, ‘নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো।’ ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ব্যাডবয়খ্যাত ক্রিকেটার নাসির। তার স্ত্রীর নাম তামিমা তাম্মি। ২০ ফেব্রুয়ারি জানা গেল নতুন খবর। আগে স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি।