আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দরে অবাক করা কাণ্ড মাঝে মধ্যেই দেখা যায়। কিন্তু এমন ঘটনার কথা কখনো শুনেছেন? অতিরিক্ত মালামালের চার্জ কমাতে গিয়ে নিজেই পরে ফেললেন একসঙ্গে ১৫টি শার্ট! এমন কাণ্ড ঘটেছে ফ্রান্সের নিসে এয়ারর্পোটে।
জানা গেছে, ওই ব্যক্তির নাম জন আরভিন। পরিবারে নিয়ে গ্লাসগ্লো থেকে এসেছিলেন তিনি। ইজিজেটের বিমানে এডিনবার্গে উড়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মালপত্তরের ওজন বেশি হয়ে যাওয়ায় তার কাছ থেকে অতিরিক্ত কর চায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
অতিরিক্ত টাকা দিতে চাননি জন। ৮ কেজি মাল বেশি হওয়ায় অন্য ফন্দি আঁটলেন জন। ব্যাগ থেকে একের পর এক জামা বের করে পরে নিতে লাগলেন তিনি। মোট ১৫টি জামা পরে অবশেষে থামলেন। তারই পরিবারের একজন গোটা ঘটনাটি ভিডিও করে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হতে সেটি।
https://www.youtube.com/watch?v=EaQukd4rBN4&feature=youtu.be
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।