রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের ‘নীরব এলাকায়’ হর্ন বাজালে জেল ও জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাতেও হর্ন বাজানোর ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির পক্ষ থেকে এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
গত বছরের সেপ্টেম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর উত্তর-দক্ষিণে উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সড়ক পরিবহন আইন-২০১৮ এবং নতুন ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী, এসব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড (কিংবা উভয় দণ্ড) হতে পারে।
নতুন বিধিমালা অনুযায়ী, শব্দদূষণকারীদের বিরুদ্ধে পুলিশ এখন থেকে সরাসরি বা তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করতে পারবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঘোষিত এলাকাগুলোতে শান্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিত তদারকি করা হবে। হর্ন বাজানোর ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না।
জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের সুরক্ষায় শব্দদূষণ কমিয়ে আনতেই ডিএমপি এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


