জুমবাংলা ডেস্ক : রূপালী ব্যাংকের সিইও মোহাম্মদ জাহাঙ্গীর গত শুক্র ও শনিবার ঢাকা মহানগরীর পোস্তগোলা, টিকাটুলী, নিউমার্কেট, সাইন্স ল্যাবরেটরি, মিরপুর ও গাবতলীতে অবস্থিত ব্যাংকের শাখাসমূহ পরিদর্শন করেন।
পরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় কাজে ২৪ ঘন্টা নিয়োজিত ২টি বুথের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।
শাখা পরিদর্শনকালে তিনি ব্যাংকের শাখাসমূহের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং গ্রাহক সেবায়
যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন।
বিমানবন্দর বুথসমূহ পরিদর্শনকালে তিনি রাউন্ড দা ক্লক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদেরকে পরামর্শ দেন।
পরিদর্শনকালে ব্যাংকের কোম্পানি সচিব শাহেদুর রহমান এবং মহাব্যবস্থাপক আবু নাসের মো.
মাসুদ তার সঙ্গে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।