আন্তর্জাতিক ডেস্ক : ওঠা মাত্রই সিট অনুযায়ী বসে পড়া। বিমানসেবিকাদের নির্দেশ মতো সিট বেল্ট বেঁধে নেওয়া। মোবাইল ফোন ব্যবহারের সর্তকীকরণ। তারপরই শুরু হয়ে যায় আকাশপথের যাত্রা। বিমানে উঠলেই সাধারণত এমন দৃশ্যই নজরে আসে। তবে এ সব এখন অতীত, এবার চাইলে দেখতে পাবেন বিমানের মধ্যেই নাচের পারফরম্যান্স। অবাক হচ্ছেন নাকি? অবিশ্বাস্য লাগলেও এমনই এক ভিডিও যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বিমানে যাত্রীদের মাঝেই এক তরুণীর উদ্দাম নাচ ঘিরে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
বিমানে যাত্রীরা উঠতে শুরু করেছেন। কেউ কেউ নিজের সিট দেখে বসেও পড়েছেন। আচমকাই মিনি ড্রেস পরে বিমানের মধ্যে নাচ শুরু করলেন ওই তরুণী। পিছনে বেশ কয়েকজন যাত্রীকে দাঁড় করিয়েই নাচতে থাকেন তিনি। ট্রেন, মেট্রোর পর এবার বিমানেও এমন ঘটনার নজির মিলেছে। সৌজন্যে, রিল বানানোর নেশা। আর তাই স্থান-কাল-পাত্রের তোয়াক্তা না করেই নাচে মত্ত হয়ে ওঠেন যুবতী।
বর্তমানে আট থেকে আশি সকলেই মেতেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমেই যে আসবে লাখ লাখ ফলোয়ার, লাইক। রাতারাতি বাড়বে জনপ্রিয়তাও। যার জন্য কেউ রাস্তার মধ্যে নাচ করছেন। আবার কেউ মেট্রো, বিমানের মধ্যেও কোমর দোলাচ্ছেন। আর সেই রিল বানানোর চক্করে আর পাঁচজনের অসুবিধার কথা বিন্দুমাত্র তোয়াক্কা করেন না অনেকে। যেমন এবার বিমানে ওঠার পর যাত্রীদের দাঁড় করিয়ে এক তরুণীতে নাচতে দেখা গেল। যা দেখে হকচকিয়ে যান সহযাত্রীরা।
শিবা খান নামে এক তরুণীকে বিমানে ওঠার পর দুধারের সিটের মাঝখানের যাতায়াতের জায়গায় নাচ করতে দেখা যায়। খোলা চুলে মিনি ড্রেস পরে আচমকা বিমানের মধ্যে নাচ শুরু করেন ওই তরুণী। বলিউড অভিনেতা শাহিদ কপূরের ছবি ‘বিবাহ’-এর ‘হামারি শাদি মে’ গানের তালে তাঁকে পা মেলাতে দেখা গিয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও তিনি শেয়ার করেন।
ভিডিও দেখে মনে হয়েছে, বিমানে তখন যাত্রীরা উঠছেন। কেউ কেউ ইতিমধ্যেই নিজেদের আসনে বসেছেন। আবার বাকিরা নিজেদের আসন খুঁজছেন। এমন সময়ই নাচ শুরু করেন তরুণী। যা দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন।
এদিকে ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠতে দেখা যায়। যত্রতত্র রিল বানানোর নেশায় মত্ত তরুণ-তরুণীদের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। তরুণীর নাচকে ‘অশ্লীল’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।