বিনোদন ডেস্ক : বাগদানের পর বিয়ের দিন গুনছেন রাঘব-পরিণীতি ভক্তরা। আর ঠিক এ সময়েই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রাঘবের একটি ভিডিও ফুটেজ। ভাইরাল ওই ভিডিওতে রাঘবকে বলতে শোনা গেছে, পরিণীতিকে খুশি করতে বাগদানের আগে অস্ত্রোপচার করেছিলেন রাঘব। বাগদানের অনুষ্ঠানে করা এমন মন্তব্য ক্যামেরাবন্দি করেছিলেন আমন্ত্রিত আত্মীয়দের কেউ।
ভাইরাল সে ভিডিও থেকে জানা যায়, রাঘবের নাক মোটেও পছন্দ নয় পরিণীতির। আর এ কারণে নাকের গঠন অস্ত্রোপচারের মাধ্যমে পরিবর্তন করেন রাঘব।
বাগদানের অনুষ্ঠানে এ তথ্য বলার সময় উপস্থিত এক বয়স্কা আত্মীয়কে বলতে শোনা যায়, ‘আমার নাকটা মায়ের মতো ছিল। খুব ছোট্ট। আমি সেটাকে বাবার মতো করতে চেয়েছিলাম। তাই একটু মেরামত করলাম আর কী!’
ওই সময় রাঘবের অভিব্যক্তিতে ঝরে পড়ছিল অনাবিল আনন্দ। তবে রাঘবের সেই স্বীকারোক্তি সর্বসমক্ষে আসুক তা চাননি পরিণীতি। আর তাই আমন্ত্রিত সে অতিথির পেজ থেকে ভাইরাল হওয়া সে ভিডিও ফুটেজ দেখে হয়তো মেনে নিতে পারেননি পরিণীতি।
আর এ কারণে সে আত্মীয় সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করার পরই কিছুক্ষণের মধ্যে তা ডিলেট করে দেন। নেট দুনিয়ায় এখন সে ভিডিও পাওয়া না গেলেও ভারতীয় সংবাদমাধ্যমসহ নেটিজেনদের সবাই সে তথ্য এখন জেনে গেছে।
সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।