বিয়ের আগে যাকে মন দিয়েছিলেন রচনা, জানেন তিনি কে?

বিনোদন ডেস্ক : রচনা ব্যানার্জি নামটা যথেষ্ট ছোটপর্দার জন্য। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, বড়পর্দা থেকে সরে গেলেও জনপ্রিয়তায় কোনো সমস্যা হয়না। ছোটপর্দায় নিজেকে বাংলার দিদি নাম্বার ১ প্রমাণিত করেছেন তিনি। আর ছোটপর্দায় তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে তার সঞ্চালিত শোয়ের সামনে টিকতে পারছেনা অন্যান্য কোনো রিয়্যালিটি শো।

পেশাগত জীবনে যেমন সফল তিনি ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা রয়েছে তার। স্বামীর সাথে থাকেননা, ছেলেকে একাই বড় করে তুলেছেন। যদিও ছেলের মুখের দিকে তাকিয়ে ডিভোর্স দেননি স্বামী প্রবাল বসুকে। কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। তবে হয়তো অনেকেই জানেননা যে, এর আগে আরেকজনকে মন দিয়েছিলেন রচনা। জানেন তিনি কে?

আসলে রচনা যাকে মন দিয়েছিলেন তিনি ওড়িশি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। রচনা একসময় চুটিয়ে কাজ করেছেন ওড়িশি ছবির জগতে। সেখানে সিদ্ধান্তের সঙ্গে তাঁর জুটি অনস্ক্রিনে দারুন হিট প্রমাণিত হয়। আর তখনই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। ধীরে ধীরে অনস্ক্রিন রোম্যান্স ছড়িয়ে পড়ে অফস্ক্রিনেও। দুজনের মধ্যেকার সখ্যতা এবং ঘনিষ্ঠতা চোখে পড়তে থাকে সধারণ মানুষের।

দুজনের প্রেমের গুঞ্জন এতটাই বেড়ে যায় যে, এটা শোনা যায় তারা দুজনে নাকি গোপনে বিয়েও করেন। যদিও সেই গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি তারা কেউই। পরবর্তী সময়ে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা ব্যানার্জি। তবে তাঁদের দাম্পত্য জীবন মোটেই সুখের হয়নি। কিন্তু তাদের ছেলে প্রণীল ওরফে রৌণকের মুখ চেয়েই বিচ্ছেদ নেননি দুজনে।।

উল্লেখ্য, এর আগে রচনা নিজেই জানান তিনি বিবাহ বিচ্ছিন্না নন। তবে বিবাহিতা হলেও তিনি ‘হ‍্যাপিলি ম‍্যারেড’ নন। রচনা বলেন, ছেলের জন‍্য বিয়ে ভাঙেননি তিনি, কারণ তিনি চান না প্রণীলকে ট‍্যাগ দেওয়া হোক যে সে ‘ডিভোর্সি’ মায়ের সন্তান। প্রবাল এবং রচনা দুজনেই সিদ্ধান্ত নেন বিচ্ছেদের পথে হাঁটবেন না তারা।