ফের বিয়ের আশায় ‘ভালো’ স্বামী চেয়ে উদ্ভট কাণ্ড রাখির

ফের বিয়ের আশায় ‘ভালো’ স্বামী চেয়ে উদ্ভট কাণ্ড রাখির

বিনোদন ডেস্ক : আবারও বিয়ের স্বপ্ন দেখছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ‘ভালো’ স্বামী চাই রাখির। আর সেজন্যই আজব কাণ্ড ঘটালেন নিজের সঙ্গে!ফের বিয়ের আশায় ‘ভালো’ স্বামী চেয়ে উদ্ভট কাণ্ড রাখির

বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিজের মাথায় ৫টি ডিম ফাটালেন তিনি। সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। এরপরই সংসার জীবনে অশান্তি। এরই মধ্যে কিছুদিন আগে মাকে হারান রাখি। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে মারধর ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়।

অতীতের তিক্ত সব অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভালো বর চাই’ বলতে বলতেই নিজের মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

এরপরই বিদ্রুপের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আলোচনায় থাকার জন্য রাখির বিভিন্ন সময় উদ্ভট কর্মকাণ্ডের সমালোচনাও করছেন নেটিজেনরা।

Rakhi Sawant says "Dulha mil jaaye" while breaking eggs on her head #shorts #rakhisawant #rakhi