বিয়ের করেই শ্বশুড়বাড়ি থেকে সোজা পরীক্ষা হলে বর, বাইরে গাড়িতে কনে!
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন ঘটনা দেখা যায়, যা এক কথায় অনবদ্য। হরিদ্বারে (Haridwar) এমনই একটি দৃশ্য দেখা গেল। বিয়ে সেরে সোজা কলেজে গিয়ে এলএলবি-র (LLB) পরীক্ষা দিল এক যুবক। পরনে ছিল বিয়ের পোষাক। বিয়েতে স্ত্রীয়ের বিদায়ের রীতি সেরে তড়িঘড়ি পরীক্ষার হলে গিয়ে পৌঁছয় ওই যুবক। সদ্যবিবাহিতা স্ত্রীকে দেখা যায় বাইরে গাড়িতে বসে রয়েছেন স্বামীর অপেক্ষায়।
পরীক্ষা শেষ করে পাত্র যখন বেরোলেন, তখন পাত্রীর মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়। কারণ নিজের নতুন জীবনের সঙ্গে ভবিষ্যতের কথাও চিন্তা করেছেন পাত্র। তাই বিয়ে থাকলেও পরীক্ষা ছেড়ে যাননি তিনি। হরিদ্বারের শ্যামপুর কাঙ্গড়ী গাজীওয়ালায় থাকেন তুলসী প্রসাদ। তাঁর বিয়ে হয়েছে হরিয়ানার (Haryana) হিসারে। কিন্তু বিয়ের শেষ দিনেই পড়েছিল তাঁর এলএলবি পরীক্ষা।
এদিকে বাড়ি হয়ে পরীক্ষা দিতে গেলে দেরি হয়ে যেত। তাই বিয়ের মন্ডপ থেকে সোজা পরীক্ষার হলে চলে গিয়েছিলেন তুলসী। তিনি জানিয়েছেন, যেদিন বিয়ে ছিল, তার পরের দিনই এলএলবি-র পরীক্ষা ছিল। তাই সময় নষ্ট না করে তিনি পৌঁছে যান পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে বাড়ি গিয়েই বাকি রীতি পালন করা হবে বলেই জানান তিনি। তুলসী বলেন, “বিয়ের পোষাকে পরীক্ষা দেওয়া একটু অদ্ভুত লাগলেও কিছু করার ছিল না।”
তুলসী প্রসাদ হরিদ্বারের পূর্ণানন্দ তিওয়ারি ল কলেজের (Purnanand Tiwari Law College) ছাত্র। এই কলেজেরই এলএলবি পরীক্ষা ছিল সে দিন। কিন্তু বিয়ে করে বাড়ি গেলে দেরি হবে ভেবে বিয়ের পোষাক পরেই পরীক্ষা দিতে চলে গেলেন তিনি। তুলসীর এই কাণ্ড দেখে চমকে গিয়েছেন কলেজের প্রিন্সিপাল অশোক কুমার তিওয়ারিও। জানা গিয়েছে, পঞ্চম সেমেস্টারের পরীক্ষা ছিল তুলসীর। এটি না দিতে পারলে এক বছর পিছিয়ে পড়তে হত তাঁকে।
তুলসী প্রসাদের এই কাজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন জীবন শুরুর সময়ে নিজের জীবনসঙ্গীকে নিয়েই পরীক্ষা দিতে যাওয়া। এই কাজে খুশি হয়েছে নেটিজেনরা। বিয়ে করেও পড়াশোনা সামলে ওই অবস্থাতেই পরীক্ষা দিতে পারা খুবই কঠিন। তুলসী সেটা করে দেখিয়েছেন। তাই অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এই কাজ করে শুধু নিজেরই নয়, স্ত্রীয়ের ভবিষ্যতও সুরক্ষিত করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।