বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ সালমান খান শনিবার ৬০ বছরে পা দিলেন। ‘দাবাং’ খ্যাত এই তারকা নাম লিখিয়েছেন সিনিয়র সিটিজেনের তালিকায়, কিন্তু আজও আসমুদ্র হিমাচল অসংখ্য ভক্তের হৃদয়ে ঝড় তোলেন তিনি।

সালমানের বিয়ে নিয়ে বলিউড থেকে সংবাদমাধ্যম—সবারই কৌতূহলের শেষ নেই। অথচ একাধিকবারই নিজেই জানিয়েছেন, বিয়ে করতে তার বিশেষ আগ্রহ নেই।
তবে এমন একটা সময় ছিল, যখন সত্যিই সাত পাকে বাঁধা পড়তে প্রস্তুত ছিলেন ভাইজান। তবে শেরওয়ানি পরার আগেই থেমে গিয়েছিল সেই সম্পর্ক। কথা হচ্ছে সালমান খান ও তার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির ভেঙে যাওয়া বিয়ের গল্প নিয়ে। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল, তবুও শেষ পর্যন্ত বিয়ে আর হয়নি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ১৯৯৪ সালের ২৭ মে সালমান-সঙ্গীতার বিয়ের তারিখ চূড়ান্ত ছিল। প্রায় ৩২ বছর আগে সেই কাঙ্ক্ষিত দিন কেন আর এলো না—এই প্রশ্নের উত্তর সালমান নিজেই দিয়েছিলেন ‘কফি উইথ করণ’-এর মঞ্চে।
২০১৩ সালে প্রথমবার সেই অনুষ্ঠানে হাজির হয়ে করণ জোহরের প্রশ্নের উত্তরে সালমন বলেন, “আমি অনেকের সঙ্গেই সম্পর্কে থেকেছি, যারা একেবারে সঠিক ছিলেন। হয়তো আমি আরও একটু বেশি ‘রাইট’ খুঁজছিলাম। লেখকের ছেলে তো, তাই বোধহয় এমনটা।”
কথোপকথনের মধ্যেই সালমান স্বীকার করেন, “একটা সময় ছিল, যখন আমি সত্যিই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু সেটা সফল হয়নি। অনেকবার কাছাকাছি পৌঁছেছি। ওরা ভাবে, বয়ফ্রেন্ড হিসেবে আমি পারফেক্ট, কিন্তু স্বামী হিসেবে সারাজীবন সহ্য করা কঠিন। সঙ্গীতার সঙ্গে তো বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল।”
এই কথা শুনে করণ মজা করে প্রশ্ন করেন, “ও কি তোমায় কোথাও দেখে ফেলেছিল?” প্রথমে এড়িয়ে গেলেও পরে ক্যামেরার দিকে না তাকিয়ে সালমান বলেন, “ওইরকমই কিছু একটা।” এরপর নিজেকেই দোষ দিয়ে বলেন, “আমি বোকা, আমি ধরা পড়ে যাই।” যদিও এরপরই প্রসঙ্গ পাল্টে বলেন, “কী সব বাজে কথা বলছ!”
সালমন আরও জানান, “আমি সবসময়ই মানুষকে বলি—আমার সঙ্গে সম্পর্কে জড়াতে না চাইলে জড়িও না। আমি খুব সঠিক মানুষ নই। এই বয়সে এসে আমি কোনও সিরিয়াস সম্পর্ক বা কমিটমেন্টের জন্য প্রস্তুত নই।”
সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ১৯৯৬ সালে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজারুদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা বিজলানি। সেই বিয়েও অবশ্য টেকেনি। দীর্ঘদিন দু’জনের মধ্যে যোগাযোগ না থাকলেও এখন আবার তারা ভালো বন্ধু। খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় সঙ্গীতাকে। প্রাক্তন প্রেমিকের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তোলেন তিনি।
সব কিছু বদলে গেলেও, প্রথম প্রেমের একটা আলাদা জায়গা থেকেই যায়—হয়তো কোথাও না কোথাও সেই ভালোবাসা আজও রয়ে গেছে।
সালমান খানের ৬০ তম জন্মদিন উপলক্ষে প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি গ্ল্যামারাস লুকে উপস্থিত হয়ে ভাইজানকে শুভেচ্ছা জানান। তিনি ঝলমলে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন। পাশাপাশি এমএস ধোনি তার স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



