বিয়ের প্রথম রাতে কী হয়? বেডরুমের ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায়
জুমবাংলা ডেস্ক : বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে ফুলসজ্জা, সবকিছুই স্মরণীয় করে রাখতে চায় বর-কনেরা। তাই বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজের মুহুর্তগুলি হয় ক্যামেরাবন্দি। আসলে বাজেট যাই হোক না কেন, বিয়েতে সবকিছু চাই ‘পারফেক্ট’। তাই আজকাল রিলের যুগে জীবনের ছোট ছোট ঘটনাই যেখানে ভিডিও করা হয়, সেখানে বিয়ের প্রথম রাতের সেই মুহুর্তই বা বাদ যাবে কেন! অন্তত তেমনটাই ভেবেছিলেন এক দম্পতি। আর তাঁদের বিয়ের সেই প্রথম রাতের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহুর্তে হয়ে যায় ভাইরাল।
চিরাচরিত রীতি রেওয়াজ নয়, বিয়েতে চাই খানিকটা অন্য ধরনের অনুষ্ঠান। তাই তো মেনু কার্ড থেকে বর-কনের পোশাক কিংবা ফুলসজ্জার রাত, সবেতেই এসেছে আধুনিকতার ছোঁয়া। স্টিল ফটো থেকে ভিডিও কিংবা রিলের ছড়াছড়ি। বিয়েকে ঘিরেই হাজারো উন্মাদনা। যা থেকে বাদ গেল না বিয়ের প্রথম রাতের সেই ‘গোপনীয়’ মুহুর্তও। তাই বর-কনের নিজেদের অন্তরঙ্গ সময়ও চলে এসেছে প্রকাশ্যে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
বেশ কয়েকদিন আগে ইনস্টাগ্রামে এক দম্পতির প্রথম রাতের ভিডিও পোস্ট করা হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, সদ্য বিবাহিত দম্পতি তাঁদের বেডরুমে রয়েছেন। কনের সাজে বিছানার উপর বসে রয়েছেন এক তরুণী। তাঁর পরনে রয়েছে লাল রঙের সারারা এবং সোনালি কুর্তা। নীল ওড়না দিয়ে মাথায় দিয়ে রেখেছেন ঘোমটা। কনের উল্টোদিকেই রয়েছেন তাঁর স্বামী। যিনি ধূসর রঙের কুর্তা ও পাজামা পরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তাঁর স্ত্রীর দিকে। আর সেই দম্পতির সুন্দর মুহুর্তই ফুটে উঠেছে ভিডিওতে।
বিয়ের পর পার্টনারের সঙ্গে কাটানো প্রথম রাত নিয়ে সকলের মনেই থাকে উন্মাদনা। যা ভিডিওতে ওই দম্পতির অভিব্যক্তিতেও ধরা পড়েছে। ভিডিও খানিকটা এগোতেই দেখা যায়, স্ত্রীকে একটি আংটি উপহার দেন যুবক। আর সেই উপহার স্বামীর হাত থেকেই নিজের আঙুলে পরে নেন তরুণী।
View this post on Instagram
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। আজকাল টয়লেট থেকে বিয়ের মণ্ডপ। কোনো কিছুর ভিডিও হতেই বাকি থাকে না। ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন নয় থেকে নব্বই সকলেই। কিন্তু তাই বলে ফুলসজ্জার রাতের মতো বর-কনের একান্ত গোপনীয় মুহূর্তও প্রকাশ্যে! প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। আবার অনেকে ভিডিও নিয়ে রসিকতা করতেও ছাড়েননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।