বিনোদন ডেস্ক : বয়স পঞ্চাশ হলেও এখনও সিঙ্গেল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। অবশ্য দুই সন্তান দত্তক নিয়েছেন। তাদের নিয়ে মাঝেমধ্যে প্রকাশ্যে আসেন। বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এবার বিয়ের পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সুস্মিতা। অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চান।
উত্তরে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার, যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী।
কোনো আপত্তি ছাড়াই এই প্রাক্তন বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন। সুস্মিতার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব!
ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদী থেকে রহমান শলের সঙ্গে। ২০২১ সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। এর পরের বছর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে ললিত মোদীর সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। ওই বছরই ললিত মোদী সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে চিড় ধরে তাদের সম্পর্কে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।