বিয়ের ৪ বছরের মাথায় সংসার ভাঙল তারকা দম্পতির

অভিনেতা আঘা আলী ও অভিনেত্রী হিনা আলতাফ

বিনোদন ডেস্ক : পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম তারকা দম্পতি হিসেবে পরিচিত অভিনেতা আঘা আলী ও অভিনেত্রী হিনা আলতাফ ২০২০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু তাদের সুখের সংসারের পরিবর্তে কিছুদিন পর থেকেই গুঞ্জন উঠে বিচ্ছেদের দিকে চলছেন আঘা-হিনা। যা গত কয়েক বছর ধরে কেবলই গুঞ্জন হিসেবে ধরে নেয়া হয়েছিল।

অভিনেতা আঘা আলী ও অভিনেত্রী হিনা আলতাফ

সম্প্রতি অভিনেতা আহমেদ আলী বাটের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই বিচ্ছেদের কথা নিশ্চিত করলেন অভিনেতা আঘা আলী। জানিয়েছেন, অভিনেত্রী হিনা আলতাফ নিজেই বিচ্ছেদ করেছেন। অভিনেতা আরও জানিয়েছেন, তাদের বিচ্ছেদ পরিস্থিতির মধ্যেও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক ছিল।

সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী অভিনেতা আঘা আলী তার বর্তমান জীবন নিয়েও কথা বলেছেন। এ অভিনেতা বলেন, আসলে এটা বলতে খুশি হব যে এখন বেশ ভালো করছি। তবে কীভাবে এবং কেন বিচ্ছেদ হলো, এ ব্যাপারে কথা বলেননি তিনি।

এ প্রশ্নে অনেকটাই কৌশলী উত্তর দিয়েছেন অভিনেতা। দার্শনিকভাবে তিনি বলেন, জীবন বেশ কঠিন। এর থেকে বেশি আর কী বলতে পারেন আপনি?

এদিকে বিচ্ছেদের সময়ও জানাননি অভিনেতা কিংবা অভিনেত্রী। তারা দু’জনই বিষয়টি অনেকটা আড়ালে রেখেছেন। সোশ্যাল মিডিয়ার নিউজফিড থেকে দূরে রেখেছেন নিজেদের এই বিষয়টি।

সাধারণত একটি সম্পর্ক ভাঙনে মানসিক ক্ষত তৈরি হয়। সম্পর্ক নিয়ে অভিনেতা বলেন, কোনো সম্পর্ক সুখের করে তুলতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আপনাকে এ জন্য চেষ্টা করতে হবে এবং একইসঙ্গে প্রার্থনাও করতে হবে। কিন্তু আপনি যদি উভয় ক্ষেত্রে তা না করেন বা ব্যর্থ হন, তাহলে একমাত্র উপায় সম্মানের সঙ্গে সেখান থেকে বের হয়ে আসা।

তবে তাদের বিচ্ছেদে সেভাবে জটিলতা সৃষ্টি হয়নি বলেও জানিয়েছেন অভিনেতা আঘা আলী। বিচ্ছেদের যন্ত্রণাদায়ক যে প্রক্রিয়াটি ছিল, তা ছিল যথেষ্ট মৃসণ। আর তারা সম্পর্ক থেকে বেরিয়ে গেলেও একে অপরকে কখনোই সম্মান করা বন্ধ করবেন না। তবে এই বিচ্ছেদ কখনোই তার কল্পনায়ও ছিল না বলেও জানিয়েছেন আঘা আলী।

সৃজিত-মিথিলার দাম্পত্য জীবন নিয়ে তসলিমার বিস্ফোরক মন্তব্য

প্রসঙ্গত, আঘা আলী মাত্র ১৯ বছর বয়সে শোবিজে কাজ শুরু করেন। ক্যারিয়ারের শুরু ছিল উপস্থাপক হিসেবে। পরবর্তীতে ‘ইয়াদ পিয়া কি আয়ে’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এদিকে অভিনেত্রী হিনা আলতাফ ভিজে হিসেবে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেছিলেন।