বিয়ে করছেন আয়মান-মুনজেরিন

বিয়ে করতে যাচ্ছেন আয়মান-মুনজেরিন

জুমবাংলা ডেস্ক : ইন্টারনেটভিত্তিক টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রেরণাদায়ী বক্তা আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করতে যাচ্ছেন।

বিয়ে করতে যাচ্ছেন আয়মান-মুনজেরিন

আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলেব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। এবার তার সত্যতা মিলতে যাচ্ছে।

দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের নিকটজনদের অনেকেই বিয়ের কথা উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।