বিয়ে করলেন ক্রিকেটার জাকির, পাত্রী কে?

জাকির

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১১তম আসরে গ্রুপ পর্দা থেকে বাদ পড়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে পুরো আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন দলটির ওপেনার জাকির হাসান। বিপিএলে শেষ হতেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

জাকির

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাকির। তার স্ত্রী সারাহ নুসরাত অদ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

জাতীয় দলের এই সতীর্থের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে। এর মধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুবরা সস্ত্রীক হাজির হয়েছিলেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।

জাকির
ক্রিকেটার জাকিরের বিয়েতে সস্ত্রীক ফ্রেমবন্দি অলরাউন্ডার আফিফ

নিজের এক নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নায়িকা পরীমনি

এদিকে, বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না জাকির। কারণ, আজ (শনিবার) থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। 

এর আগে, সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।