বিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগ ধরে। পারিবারিক কাঠামোর ভিত্তি এই দাম্পত্য সম্পর্কের হাত ধরেই গড়ে উঠছে আদিকাল থেকে। কিন্তু একজন ব্যক্তির অর্জন, সাফল্য আর জীবনের পূর্ণতার মাপকাঠি কি কখনো তার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক সম্পর্ক হতে পারে! বিশেষ করে আমাদের মতো দেশে কেউ ত্রিশের কোঠায় পা দিলেই নিজের বাবা মা, ভাই বোন থেকে শুরু করে পরিবার ও সমাজের সকলে উঠে-পড়ে লাগেন তার বিয়ে দিতে। যেন বিয়ে করাই জীবনের একমাত্র উদ্দেশ্য।
প্রতিটি মানুষের স্বাধীনতা আছে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার আর যখন সঠিক সময় মনে হবে নিজের কাছে, শুধুমাত্র তখনই এই বন্ধনে আবদ্ধ হওয়া। কিন্তু একজন মানুষ শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, মানবীয় ও সামাজিক গুণাবলি এই সবকিছুর অধিকারী হলেও তাকে যেন হেরে যাওয়া মানুষ বা লুজারের তকমা দেয় সকলে, যদি তিনি অবিবাহিত থাকেন।
আমাদের আশেপাশের অনেককেই এভাবে সারাক্ষণ বিয়ের কথা জিজ্ঞেস করেন সকলে। তাঁর বয়স হয়ে যাওয়া আর শারীরিক সৌন্দর্য নিয়ে কথা তুলে আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে দেয় সবাই। এ আসলে এক সামাজিক কুপ্রথা, যা মানুষকে হতাশায় ডুবিয়ে দেয় এমনকি দিতে পারে আত্মহত্যার প্ররোচনাও। তাই নিজের কথা ভাবুন। আপনি কী চান, কখন চান সে অনুযায়ী জীবনকে সাজান। বিয়ে হচ্ছে না, বিয়ে করছ না কেন বলে কান ঝালাপালা করলেও এতে পাত্তা দেওয়ার কোনোই দরকার নেই। আর তার পেছনে যুক্তিসংগত কারণও আছে কিছু।
বিয়ে করলে বলবে বাচ্চা কবে হবে। বাচ্চা হলে বলবে আরেকটা বাচ্চা কবে হবে। সমাজের মানুষের মুখের কথা চলতেই থাকবে এভাবে। আপনি যদি মনে করেন যে বিয়ে করে নিলেই সবাই আর এভাবে জ্বালাবে না, আপনি ভুল করছেন। তাই দিন শেষে নিজের কথা ভাবুন। যদি কারও সঙ্গে ভালো লাগা বা ভালোবাসার সম্পর্ক থাকে তবে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা করে ঠিক করুন কবে বিয়ে করলে ভালো হয়। আর তা না হলে নিজের মনকে জিজ্ঞেস করুন। এটুকুই যথেষ্ট।
যারা এখন কবে বিয়ে করবে বলে আপনার কান ঝালাপালা করে দিচ্ছে, তাদের আপনি আর খুঁজে পাবেন না কোনো সমস্যায় পড়লে। এখনো বিয়ে না করে আপনি এক অপরাধ করে ফেলেছেন, এই ধারণা থেকে বের হয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। আর নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে ও আপনার আপনজনদের সঙ্গে কথা বলে নিন। সমাজের চাপে নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।