জুমবাংলা ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে ঘিরে সংঘর্ষে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।
এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে তিন ভাইয়ের কিল, ঘুষিতে ও লাথিতে সাথে সাথেই কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান কামাল ব্যাপারী।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র কামাল ও শাজাহানদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইয়েরা কামালকে মারধর শুরু করেন।
এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে তার স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।