স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের এ সময়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় শাটডাউনের কারণে তাদের ঘরে বসে অলস সময় পার করতে হচ্ছে। খবর ইউএনবি’র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের অধিনায়ক আকবর আলী এ সময়টিকে বিরক্তিকর এবং হতাশার বলে মনে করেন।
দেশে ভাইরাস সংক্রমণের শুরুর ঠিক পরেই ঢাকা লিগ স্থগিত করা হয়েছিল। তারপর থেকে ক্রিকেটাররা তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
শনিবার ইউএনবির সাথে আলাপকালে আকবর এ পরিস্থিতি তাকে হতাশ করছে বলে জানান।
আকবর বলেন, ‘এ এক বিরক্তিকর, হতাশাজনক এবং অস্বস্তিকর সময়। খেলার সুযোগ পেলে আমাদের দক্ষতাটা ঝালিয়ে নেয়া যেত। ঈদের পরে আমাদের একটি অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। এখন জানি না সেটা ঠিক থাকবে কি না। এ বিষয়ে অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের কিছু করার নেই।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরে আকবরকে অনূর্ধ্ব-২১ দলে সুযোগ দেয়া হয়েছিল। প্রতিটি ক্রিকেটারের জন্য এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
মহামারি চলাকালীন এ সময়ে কেবল নিজের ফিটনেসের ওপর জোর দিচ্ছেন বলে জানান আকবর।
আকবর বলেন, ‘আমি এখন আমার ফিটনেসে নিয়ে কাজ করছি কারণ লকডাউনের কারণে এ ছাড়া আর কিছু করার নেই। এ মুহূর্তে কীভাবে ফিট থাকতে পারি তা শেখানোর জন্য আমাদের প্রশিক্ষক রিচার্ড (স্টোনিয়ার) প্রতিদিন ইনস্টাগ্রামে লাইভে আসেন। শুধু আমাদের জন্য নয়, তার লাইভ সেশনটি সবার জন্য উন্মুক্ত। চাইলে আপনি তার প্রশিক্ষণে যোগ দিতে পারেন। এটি আমাদের অনেক সহায়তা করছে। আমি ঘরে বসেও কিছু ব্যাটিং ড্রিল করছি।’
অনেক ক্রিকেটার যখন নতুন ভাষা শেখা বা বই পড়ে সময় কাটাচ্ছেন তখন আকবর ইন্টারনেটে সিনেমা এবং ব্যাটিং দেখে সময় কাটাচ্ছেন।
আকবর বলেন, ‘আমি তেমন বিশেষ কিছুই করছি না। সময় পার করার জন্য সিনেমা দেখি। কারণ পড়ার প্রতি আমার বেশি আগ্রহ নেই। সেই সাথে আমি ক্রিকেট কিংবদন্তিদের ব্যাটিং পারফরম্যান্সগুলো এবং আমার পুরানো ফুটেজগুলো দেখছি। আমি বিশ্বাস করি এগুলো আমাকে অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী হতে উঠতে সহায়তা করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।