জুমবাংলা ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গ্রাম থেকে হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি বিরল শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শকুনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠিয়েছে জেলা বনবিভাগ।
শনিবার (১৭ ডিসেম্বর) শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তির’ এর সহযোগিতায় পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) এর গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি জাহিদ রায়হান জানান, শনিবার শকুনটিকে একটি গাছে দেখতে পায় এলাকাবাসী। ১২ ফুট দৈর্ঘ্যের ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শকুনটি ওই গাছে আশ্রয় নেয়। শকুনটি খাবারের খোঁজে গাছের মগ ডাল থেকে মাটিতে নেমে এলে এলাকাবাসী শকুনটিকে আটক করে।
খবর পেয়ে জেলা ভারপ্রাপ্ত বন কর্মকতা শরিফুল ইসলাম ও তিরের চার সদস্যের একটি স্বেচ্ছাসেবি টিম ঘটনাস্থল থেকে শকুনটি উদ্ধার করে নিয়ে আসে।
বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত শকুনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।