আপনি জেনে অবাক হবেন যে, এমন বিরল প্রজাতির মাছের অস্তিত্ত্ব রয়েছে যারা ভূমিতে চলাচল করতে পারে অনায়াসে। আবার গাছেও চড়তে পারে। আজকের আর্টিকেলে এরকম ১০টি বিরল প্রজাতির মাছ নিয়ে আলোচনা করা হবে।
Mudskippers
এটি এমন এক মাছ যা ভূমিতে চলাচল করতে পারে। ট্রপিকাল অঞ্চলে এ মাছ বেশি দেখতে পাওয়া যায়। উপ-ক্রান্তীয় অঞ্চল যেখানে বেশিরভাগ সময়ে গ্রীষ্মকাল থাকে সেখানে এ মাছ দেখতে পাওয়া যায়। ভূমিতে চলাচলের সময় তাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় না।
Snakehead Fish
ভূমিতে চলাচল করতে পারে এরকম মাছের মধ্যে এটিও অন্যতম। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার ফ্রেশ ওয়াটারে এসব মাছ দেখতে পাওয়া যায়। এ মাছ শারীরিকভাবে খুবই শক্তিশালী বিধায় ভূমিতে চলাচলে কোন সমস্যা হয় না।
Walking Catfish
দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ মাছ বসবাস করে থাকে। এ মাছ বেশ লম্বা হয়ে থাকে। পাশাপাশি শারীরিকভাবে অনেক শক্তিশালী বিধায় ভূমিতে সহজেই চলাচল করতে পারে ওয়াকিং ক্যাটফিশ। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এ মাছ গাছেও চড়তে পারে।
Garnai
ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় গারনাই মাছের অস্তিত্ত্ব রয়েছে। তাদের নাক ও মুখ অভিযোজিত, পাশাপাশি চ্যাপ্টা দেহ রয়েছে। ছোট পরিসরে এ মাছ ভূমিতে চলাচল করতে পারে।
Bichirs
আফ্রিকা ব্যতীত এ মাছ কোথাও দেখতে পাওয়া যায় না। তাদের বডি বেশ লম্বা এবং মেরুদন্ড ও কশেরুকা বেশ শক্তিশালী। পানির বাহিরে লম্বা সময় ধরে টিকে থাকার দক্ষতা রয়েছে এ মাছের।
Shortnose Batfish
ক্যারিবিয়ান অঞ্চল ও মেক্সিকো উপসাগরে এ মাছ দেখতে পাওয়া যায়। তাদের নাক ও মুখ অভিযোজিত, পাশাপাশি চ্যাপ্টা দেহ রয়েছে। ছোট পরিসরে এ মাছ ভূমিতে চলাচল করতে পারে।
Climbing Gourami
দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ মাছের বসবাস রয়েছে। তাদের বডি লম্বা ও বেশ সরু। এদের পাখনার সাইজও বেশ বড়। এ মাছ গাছে চড়তে পারে ও উচু জায়গায় উঠতে পারে।
Mangrove rivulus
ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার জলাভূমিতে এ মাছ দেখতে পাওয়া যায়। এ মাছের সাইজ ছোট হলেও পানির বাহিরে টিকে থাকতে পারদর্শী। উচু জায়গায় আরোহন ও লাফ দেওয়াতে এদের দক্ষতা রয়েছে।
Epaulette Sharks
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জলাভুমিতে এ মাছ দেখতে পাওয়া যায়। ছোট ও রাউন্ড বডির অধিকারী এ মাছ। পানির বাহিরে লম্বা সময় ধরে এটি টিকে থাকতে পারে ও শ্বাস-প্রশ্বাসেও তেমন সমস্যা হয় না।
Cave Angelfish
ক্যারিবিয়ান ও দক্ষিণ অঞ্চলের গুহায় এটির অস্তিত্ত্ব রয়েছে। এটির আকার ছোট ও অন্ধকারে বাস করতে পছন্দ করে। পানির বাহিরে লম্বা সময় ধরে এটি টিকে থাকতে পারে ও শ্বাস-প্রশ্বাসেও তেমন সমস্যা হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।