প্রেমে ব্যর্থ নায়কের ভাবমূর্তি তৈরি করা ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পারাজ আর বিরহে থাকতে চাইছেন না। দীর্ঘ আট বছর পর পর্দায় ফিরছেন নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে, তবে ফেরার যাত্রায় বাপ্পারাজ সঙ্গে রাখছেন অস্ত্র। তবে চলচ্চিত্রে নয় বাপ্পারাজকে দর্শক পাবেন ওটিটিতে ‘রক্তঋণ’ নামের একটি সিনেমায়।
এই ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। এর মধ্যে বাপ্পারাজ ফেইসবুকে ‘রক্তঋণ’ সিনেমার ১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছেন।
টিজারের ভিডিওতে দেখা গেছে, একটি রুমের ভেতরে পেছন ঘুরে বসে আছেন বাপ্পারাজ। টেপ রেকর্ডার থেকে ভেসে আসছে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আর পাশে রাখা একটি পিস্তল।
পরিচয় কার্ডে লেখা অফিসার ইন চার্জ সায়েম জোব্বার। সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে সব পত্রিকার খবরগুলো সাঁটানো রয়েছে।
কিছুক্ষণ ধরে খবরগুলো পড়ে সায়েম বলে উঠলেন, “এই হাফিজ, বন্ধ কর। অনেক তো বিরহ হল। এবার একটু অ্যাকশন হয়ে যাক।”
‘রক্তঋণ’ সিনেমার গল্প নিয়ে নির্মাতা সিহান গ্লিটজকে বলেন, “এটি ক্রাইম থ্রিলার গল্প। শহরে হঠাৎ করে ডাক্তার খুনের ঘটনা ঘটে এবং পুলিশ অফিসার সায়েম জোব্বারের উপরে সেই হত্যা তদন্তের ভার পড়ে। বেশ কৌশলেই সেই রহস্যের সমাধান করেন তিনি।”
ভালো চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরেই সিনেমার অভিনয় থেকে দূরে আছেন বাপ্পারাজ। এফডিসি এবং সিনেমার মান নিয়ে অনেক সময় হতাশা ও ক্ষোভও প্রকাশ করতে দেখা গেছে বাপ্পারাজকে।
বাপ্পারাজকে নিয়ে এই নির্মাতা বলেছেন, রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা করার প্রায় আর কোনো সিনেমায় এই অভিনেতাকে দেখা যায়নি।
তাকে ওটিটি ফিল্মে নিয়ে আসা চ্যালেঞ্জের কাজ ছিল জানিয়ে সিহান বলেছেন, অভিনয়ের প্রস্তাবে বাপ্পারাজ প্রথম না করে দিয়েছিলেন।
“তারপর পুরো গল্পটি পড়ে উনার ভালো লাগে এবং আমাকে বলেন সিহান চলো কাজটি করি।”
সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রটি বাপ্পারাজকে ভেবে লেখা হয়েছে বলেও জানিয়েছেন পরিচালক সিহান। “উনি রাজি না হলে হয়ত এই কাজটি হত না। উনার প্রতি কৃতজ্ঞতা কাজটি করার জন্য। আশা করছি দর্শকেরও কাজটি ভালো লাগবে।”
চলচ্চিত্রে এই অভিনেতার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৬ সালে ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে।বাপ্পারাজের ‘জিনের বাদশাহ’, ‘প্রেমের সমাধি’, ‘প্রেম গীত’সহ আরো কয়েকটি সিনেমার জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন।
সিনেমায় আরও অভিনয় করেছেন আরশ খান, শাহেদ আলী সুজন। বাকি চরিত্রগুলোর পাত্রপাত্রীদের নামও ধীরে ধীরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
রক্তঋণ কোন প্ল্যাটফর্মে দেখা যাবে প্রশ্নে নির্মাতা বলেন, “এই ফিল্মটি আমাদের মিডনাইট স্টুডিওর প্রযোজনায় এবং গল্পটিও আমাদের টিমের লেখা।
“এখনো কোনো ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হইনি, কথা চলছে। চূড়ান্ত হলে শিগগিরই জানানো হবে।”রক্তঋণ সিনেমার আবহ সংগীত করেছেন আমির মোস্তফা খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।