স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগে এক দফা দেখা হয়ে গেল বিরাট কোহলি ও বাবর আজমের। সম্প্রতি ভারত ও পাকিস্তানের এ দুই মহাতারকার সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়।
যেখানে দেখা গেছে, কোহলি-বাবরের কেউ মুখ ফিরিয়ে নেননি। তারা হ্যান্ডশেক করলেন। কুশলাদি বিনিময় করেছেন। তাদের এই সৌহার্দ-সম্প্রীতি হৃদয় ছুঁয়ে গেছে ক্রিকেটবিশ্বকে।
তবে দুই তারকার ভক্ত-অনুরাগীদের কৌতূহলী মন, কী কথা হয়েছে তাদের মধ্যে? যা ওই ভিডিওতে শোনা যায়নি।
এবার ক্রিকেটপ্রেমীদের সেই কৌতূহলের কিছুটা হলেও মেটাল পাকিস্তান ক্রিকেট। গণমাধ্যমটি একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে সৌহার্দ্য বিনিময় করছেন কোহলি।
কোহলি-শাহিনের সেই সাক্ষাতে দু’জনের কথোপকথনটি স্পষ্ট শোনা গেছে ভিডিওতে।
ভিডিওতে দেখা যায়, প্রথমে বিরাট কোহলি এশিয়া কাপ থেকে ছিটকে পড়া পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে তার চোট নিয়ে প্রশ্ন করেন।
তার জবাব দিয়ে কোহলিকে কেমন আছেন জিজ্ঞেস করেন আফ্রিদি এবং এমনভাবে শুভকামনা জানান, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।
ওই ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমি আপনার জন্য প্রার্থনা করছি, আপনি শিগরিগই ফর্মে ফিরবেন।’
আফ্রিদির মুখে এ কথা শুনে হেসে দেন কোহলি। ফের হ্যান্ডশেক করেন আফ্রিদির সঙ্গে।
প্রসঙ্গত, হাজার দিন ধরে সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহিল। এ সময়ের মধ্যে তার উইলো থেকে হাফসেঞ্চুরিও হাতেগোনা। ভক্তরা আশাবাদী, এশিয়া কাপেই হারানো ফর্ম ফিরে পাবেন ভারতের সাবেক অধিনায়ক।
অন্যদিকে হাঁটুর চোটে শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও, পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন তিনি। আরব আমিরাতেই চলছে তার চোট সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া।
সবাই যখন ফোনে ব্যস্ত, এক মনে তখন কুরআন পাঠে মগ্ন রিজওয়ান (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।