আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার একটি সেতুতে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিরিয়ানি খাওয়ালে এবং চাকরির ব্যবস্থা করলে তিনি আত্মহত্যা করবেন না বলে জানান। না হলে তিনি সেতু থেকে লাফ দিয়ে পড়ে যাবেন। আর সেই হুমকি দিয়েছেন পুলিশকে!
পুলিশও তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া ও বিরিয়ানি খাওয়ানোর প্রতিশ্রুতি দেন। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। তবে পরে প্রতিশ্রুতি রাখা হয়েছে কিনা, তা জানা যায়নি।
কারায়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনা সোমবার বিকেলের। ওই সময় মেয়েকে নিয়ে হুইলারে করে সেতু দিয়ে যাচ্ছিলেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। এক সময় মোবাইল পড়ে গেছে বলে মেয়েকে তাতে রেখে নেমে যান তিনি। এরপর সেতুর একপাশে গিয়ে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন।
পুলিশকে জানালে তারা আসেন। পরে পুলিশকেও একই হুমকি দেন তিনি। তাঁকে বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফেরায় পুলিশ। এ কারণে সেখানে প্রায় এক ঘণ্টা জ্যাম ছিল।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে ওই ব্যক্তির। এ ছাড়া তাঁর স্ত্রীর সঙ্গেও হয়েছে ছাড়াছাড়ি। সবমিলিয়ে আর্থিকভাবে দুরবস্থায় রয়েছেন। এ কারণে তাঁর একটি ভালো চাকরি দরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।