জুমবাংলা ডেস্ক: প্রিয় হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, `বিশ্বের ১.৮ বিলিয়ন মুসলমানের নেতা আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)। প্রিয় নবীর বিরুদ্ধে ভারতের কিছু রাজনৈতিক নেতা যে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বিবৃতি দিয়েছে তার নিন্দা জানাই।
তিনি আরও বলেন, এ ধরনের বিবৃতি আমাদের হৃদয়, মন ও আত্মাকে গভীরভাবে আঘাত করছে।
রওশন এরশাদ বলেন, `বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য এধরনের বিবৃতি আমরা আশা করিনা। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, সকল সময় সকল ধর্মকে সম্মান করে থাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।