আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে সন্ত্রাস শিল্পের মুখপাত্র হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের পরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার গোয়াতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে একটি বৈঠকের পর তিনি এমনটি বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
জয়শঙ্কর বলেন, সন্ত্রাসের শিকার ব্যক্তিরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে অপরাধীদের সঙ্গে একত্রে বসে না। ভুট্টো জারদারি এখানে এসেছেন এসসিও সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। এর চেয়ে বেশি কিছু না।
এদিন এসসিও সম্মেলনে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।
পাকিস্তানের অর্থনৈতিক মন্দার বিষয়টিকে সামনে এনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও দ্রুত হ্রাস পাচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেদিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন কথা বললেন সেদিনই জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এর আগে গত সপ্তাহেও ওই অঞ্চলে সেনাবাহিনীর ট্রাকে হামলায় ৫ সেনা নিহত হন।
প্রায় ১২ বছর পর প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার ভারতে যান বিলাওয়াল ভুট্টো। এর আগে ২০১১ সালের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারত সফর করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।