বিলাসবহুল গাড়িতে এসে ফুলের টব চুরি করে নিয়ে গেল দুই নারী

আন্তর্জাতিক ডেস্ক :বিলাসবহুল গাড়িতে করে এসে ভারতের পাঞ্জাব শহরের একটি বাড়ি থেকে ফুলের টব চুরি করেছে দুই নারী। রাতের বেলা বাড়ির গেট থেকে চুরির সময় ক্যামেরায় ধরা পড়েন তারা। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের চুরির ভিডিও। ইতোমধ্যে তা ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোহালির ৭৮ নং সেক্টরের একটি বাড়ির সামনে সেডান গাড়ি থামায় দুই নারী। তারা গাড়ি থেকে বাড়ির গেটের দিকে আসে। তারপর গেটের ওপরে থাকা ফুলের টব নিয়ে পালিয়ে যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, এই বছরের শুরুতেও এমন আরেকটি ঘটনা ঘটেছে। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে অ্যাম্বিয়েন্স মলের সামনে রাখা ফুলপাতা চুরি করে দুজন। এই ঘটনায় ৫০ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুধু তাই না, এই বছর জি-২০ শীর্ষ সম্মেলনের পরে দিল্লির রাস্তা থেকে ফুলের টব চুরির ঘটনাও ঘটেছে।