জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হাসপাতালের বিল পরিশোধ করতে বিক্রি করা নবজাতকটি ফিরে পেয়েছে মায়ের কোল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরীফুল হাসান গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ষাটনল গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করে ছেঙ্গারচর পৌর এলাকার বাড়িতে গিয়ে তার মায়ের কোলে তুলে দেন।
নবজাতকের মা তামান্না বেগম ছেঙ্গারচর পৌর এলাকার বারোআনি গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে তামান্নার সঙ্গে পাশের হানিরপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে দিনমজুর আলমের বিয়ে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, তামান্না বেগম গত ২৬ জানুয়ারি প্রসববেদনা নিয়ে মতলব উত্তর উপজেলার বেসরকারি পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। এরপর অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে তিনি জন্ম দেন ফুটফুটে এক ছেলেসন্তান। হাসপাতালে তিন দিনে তাঁর বিল আসে ৪০ হাজার টাকা। এই বিল পরিশোধ ও ওষুধের খরচ বহন করতে পারছিলেন না তামান্না। হাসপাতালের বিল পরিশোধ করতে শিশুটিকে তিনি ষাটনলের এক প্রবাসীর স্ত্রী সীমলা আক্তারের কাছে ৫০ হাজার টাকায় দত্তক দেন বা বিক্রি করেন। সীমলার তিন মেয়ে রয়েছে। তিনি ছেলেশিশুটিকে লালন-পালনের জন্য নেন।
ইউএনও গাজী শরীফুল হাসান বলেন, ‘নবজাতকের মা ও নানি স্বীকার করেছেন, তাঁরা মূলত আর্থিক সমস্যার কারণে নবজাতককে প্রবাসীর স্ত্রীর কাছে বিক্রি করে দেন। পরে আমরা বিষয়টি জানতে পারি এবং রাতে ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। ’
ডাক্তারের অনুপস্থিতিতে নরমাল ডেলিভারি, তবুও বিল ৯ হাজার টাকা
ইউএনও গণমাধ্যমকে জানান, শিশুটির মা মেঝেতে থাকতেন। তাঁদের থাকার জন্য চৌকি ও কম্বল এবং শিশুটিকে পোশাক কিনে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।