স্পোর্টস ডেস্ক : বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকা লাসিথ মালিঙ্গা এক সপ্তাহের জন্য ছুটির আবেদন করেছেন লঙ্কান বোর্ডের কাছে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলবেন না তিনি।
চলতি মাসের তৃতীয় সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে ও ২১ মে। বিশ্বকাপের আগে এই সিরিজ ইউরোপের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে লঙ্কান শিবিরকে।
আইপিএলের আসর শেষ হওয়ার দুই সপ্তাহ পরেই শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। অংশগ্রহণকারী ১০ দল প্রত্যেকের বিপক্ষে খেলায় এবারের টুর্নামেন্টটি আরো লম্বা হবে। আইপিএলেও প্রায় দুই মাস খেলার মধ্যে থাকতে হচ্ছে ক্রিকেটারদের।
তাই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ও লম্বা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্রামের জন্য বোর্ডের কাছে এক সপ্তাহের ছুটি চেয়েছেন অভিজ্ঞ লঙ্কান পেসার মালিঙ্গা। পরিস্থিতি বিবেচনায় তার ছুটি মঞ্জুর করা হয়েছে।
এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ডের কার্ডিফে চলে যাবে দিমুথ করুণারত্নের দল। ২২ মে সেখানেই দলের সাথে যোগ দেয়ার কথা মালিঙ্গার।
বিশ্বকাপে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আগামী ২৪ মে কার্ডিফে দক্ষিণ আফ্রিকা ও ২৭ মে সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে লঙ্কানরা। এই ম্যাচ দুইটিতেই পাওয়া যাবে মালিঙ্গাকে।
বিশ্বকাপের মূল আসরে শ্রীলঙ্কার মিশন শুরু হবে ১ জুন। নিজেদের প্রথম ম্যাচে কার্ডিফে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা।
বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন এই ডানহাতি পেসার। ইতোমধ্যে আসরের তৃতীয় দল হিসেবে মুম্বাই প্লে-অফ নিশ্চিত করেছে। প্রথম দুই দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।
গ্রুপ পর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের এখনো একটি ম্যাচ বাকি আছে। আগামী রবিবার (৫ মে) ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে মালিঙ্গার দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।