স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শকদের বিনোদনের জন্য সমুদ্র সৈকতে ‘কেতাই ফ্যান বিচ’ খুলবে কাতার। নাচ-গানের সঙ্গে থাকবে ভোজন রসিকদের জন্য খাবার।
এবার টুর্নামেন্টের সময় দর্শকদের জন্য বিশেষ সমুদ্র সৈকত চালুর ঘোষণা দিয়েছে দেশটি। বিশ্বকাপের জন্য গড়ে উঠা লুসাইল শহরে হবে সেই বিশেষ এন্টারটেইনমেন্ট বিচ।
যেখানে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করতে পারবেন পর্যটকরা। থাকবে নাচ-গানের ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশের মুখরোচক খাবার, পানীয়র সঙ্গে মিলবে লাইভ কনসার্ট উপভোগের সুযোগ।
যৌথভাবে মেগা এই প্রকল্প বাস্তবায়ন করবে ইউভেঞ্চার ও কেতাইফান। আর পরিচালনার দায়িত্বে থাকবে মাদাইন আল দোহা ফিউশন হসপিটালিটি এন্ড এক্সিবেউশন্স। তবে সেই বিচে অ্যালকোহলের ব্যবস্থা থাকবে কিনা তা খোলাসা করেনি কর্তৃপক্ষ।
সূত্র: দ্য পেনিসুল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।