স্পোর্টস ডেস্ক : বিশ্ব শিরোপার মুকুট কে পরতে যাচ্ছে? প্রতিটি বিশ্বকাপ আসরের শুরু থেকে শেষ অবধি এ প্রশ্নটি ঘুরপাক খায় ভক্ত-সমর্থকদের মনে। নতুন কোনো দল? নাকি ফেভারিট কোনো দল? ফুটবল বিশ্লেষকরা হিসাব-নিকেশ করতে বসে যান। মাহেন্দ্রক্ষণ যত ঘনিয়ে আসে, বিশ্বকাপের উন্মাদনাও তত বাড়তে থাকে। কথার লড়াইয়ে সবাই যার যার দলকে এগিয়ে রাখেন। পারলে সমর্থিত দলকে আগে ভাগেই সেরার মুকুট দিয়ে দেয়। ফুটবল বিশ্লেষক বিভিন্ন প্রতিষ্ঠানও বা পিছিয়ে থাকবে কেন। পরিসংখ্যান আর পারফরম্যান্সের মানদণ্ডে বিচার করে এগিয়ে থাকা, পিছিয়ে থাকা দলের সম্ভাবনা জানায় তারা। সেরকমই বিশ্ব ক্রীড়া ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান গ্রেসনোটের একটি বিশ্লেষণ সম্প্রতি প্রকাশ পেয়েছে বিবিসির প্রতিবেদনে।
গ্রেসনোটের তথ্যমতে, চলতি বিশ্বকাপ আসরে শিরোপা জিতে নেবে আর্জেন্টিনা। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ বলছে, লিওনেল মেসির দলের টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা ৪১%। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখানো হয়েছে ২৬%। অন্যদিকে ক্রোয়েশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৬% আর মরক্কোর ১৭%।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস বলছে, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বনাম ফ্রান্স হওয়ার সম্ভাবনা ৩৭.৫%। পরবর্তী সম্ভাব্য ফাইনাল আর্জেন্টিনা বনাম মরক্কো, যার সম্ভাবনা ২৮.১%। এর পরে ক্রোয়েশিয়া বনাম ফ্রান্সের ফাইনাল খেলার সম্ভাবনা ১৯.৮%। সবশেষে ক্রোয়েশিয়া বনাম মরক্কো ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১৪.৬%।
১৯৭৮ সালের আর্জেন্টিনা ও ১৯৮৬ সালের মেক্সিকো আসর মিলিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরে ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপ রানার্সআপ হওয়ার সান্ত্বনা পায় আলবিসেলেস্তেরা। গত ৩২ বছর ধরে বিশ্বমঞ্চের ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। বিশ্বসেরা তারকা খেলোয়াড় মেসিকে ঘিরে স্বপ্ন বুনছে আর্জেন্টিনা। এবারই যে মেসির শেষ বিশ্বকাপ। পরিসংখ্যান ও ভবিষ্যদ্বানীর ফলাফল সত্যি প্রমাণ করে এবার কি তারা পারবে শিরোপা ছিনিয়ে নিতে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।