স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শিরোপা জয়ের দোড়গোড়ায় গিয়ে আরও একবার স্বপ্ন ভঙ্গ হলো নিউজিল্যান্ড ক্রিকেট দলের। গতরাতে দুবাইয়ে হওয়া সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড।
২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ^কাপ এবং এবার টি-টোয়েন্টি বিশ^কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারলো না নিউজিল্যান্ড। তবে এবারের বিশ^কাপে দলের খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি জানান, শিরোপা জিততে না পারাটা হতাশার। তবে দলের পারফরমেন্স ছিলো অসাধারন। ছেলেদের নিয়ে গর্বিত নিউজিল্যান্ড অধিনায়ক।
সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতে জয়, সেমিফাইনালে হট ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ফাইনালের টিকিট পায় নিউজিল্যান্ড। কিন্তু ফাইনালের মঞ্চে শেষ জয় করা হলোনা কিউইদের।
অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭২ রান করেছিলো নিউজিল্যান্ড। ৪৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করেন উইলিয়ামসন। জবাবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জোড়া হাফ-সেঞ্চুরিতে ফাইনাল জিতে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। ফাইনাল হারে আরও একবার হৃদয়ে রক্তক্ষরণ হলো নিউজিল্যান্ডের।
২০১৫ সালে ওয়ানডে বিশ^কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো নিউজিল্যান্ড, ২০১৯ সালের ওয়ানডে বিশ^কাপের ফাইনালে ভাগ্যের দোষে ইংল্যান্ডের কাছে হার এবং এবার ছোট সংস্করনের অসিদের কাছে হার নিউজিল্যান্ডের। শিরোপা জিততে না পারলেও, দলের পারফরমেন্সে খুশি নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।
তিনি বলেন, ‘আমরা বড় স্কোর করতে চেয়েছিলাম। কিন্তু উইকেট মন্থর ছিলো। তবে আমরা বেশ কিছু জুটি গড়তে পেরেছি। ভেবেছিলাম যে রান বোর্ডে উঠেছে তা নিয়ে লড়াই করা যাবে। কিন্তু অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে রান তাড়া করে ফেলেছে। অসাধারণ দল তারা। পুরো টুর্নামেন্ট জুড়েই ভাল খেলেছে তারা। ঠিক সময়ে জ্বলে উঠেছে। আমাদের মূল লক্ষ্য ছিলো ভাল রান করা। তবে অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। কত সহজে রান তাড়া করে ফেললো তারা। আমাদের এক ইঞ্চিও জায়গা দেয়নি।
উইলিয়ামসন আরও বলেন, ‘তবে আজ আমাদের পক্ষে কোন কিছুই হয়নি। কিন্তু এই দল নিয়ে আমি তৃপ্ত। দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রত্যেকে অঙ্গীকারাবদ্ধ ছিলো। সাহসী হৃদয়ে খেলেছে। তবে এই হার থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা ফিরে আসবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাজই খেলা। খেলতে গেলে হার-জিত থাকবেই। হারের মতো ধরনের ব্যাপার যে কোনো দিনই ঘটতে পারে। পুরো টুর্নামেন্টে আমরা যেমন ক্রিকেট খেলতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের কথা এসেছে, যদি সময় থাকে, এ নিয়ে লম্বা আলোচনা হতে পারে। আজ আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট ভালো ছিল না। আমরা গ্রুপ পর্ব থেকেই দেখেছি, এই প্রতিযোগিতা কতটা প্রতিন্দ্বন্দিতাপূর্ণ হয়েছে। এমন অনেক দলই রয়েছে যাদের এই শিরোপা জেতার সামর্থ্য আছে।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মত উইলিয়ামসনও জানিয়েছেন, ফাইনালে টস বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘টসের ভূমিকা ছিল। কিছুটা শিশির পড়েছিল। অস্ট্রেলিয়া ফাইনালে অসাধারণ খেলেছে। জয়ের কৃতিত্ব তাদের।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।