যে কারণে বিশ্বকাপে বেগুনি জার্সি পরবেন মেসিরা

বেগুনি জার্সি পরবেন মেসিরা

স্পোর্টস ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।‌ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সমস্ত দল। বলা ভালো দল গুছিয়ে নিতে ব্যস্ত সমস্ত কোচ এবং কোচিং স্টাফরা। বিভিন্ন দল ইতিমধ্যেই তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। আর এমন আবহেই আসন্ন কাতার বিশ্বকাপের জার্সি প্রকাশ করল আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে লিওনেল মেসিরা তাদের ট্র্যাডিশনাল নীল-সাদা জার্সির থেকে একটু আলাদা ধরনের জার্সিই পড়তে চলেছেন। যার রঙ বেগুনি।

দিয়েগো মারাদোনা, বাতিস্তুতাদের পরিহিত সেই চিরাচরতি নীল সাদা পরিচিত জার্সি এবার আর পড়বেন না মেসিরা। বদলে এবার তাদের জার্সি বেগুনি রঙের হতে চলেছে। জার্সিতে রয়েছে আধুধিকতার ছোঁয়া। রয়েছে অনন্য ডিজাইন। কাতার ফুটবল বিশ্বকাপ শুরু ২০ নভেম্বর থেকে। তার আগেই অ্যাওয়ে ম্যাচের জার্সি প্রকাশ করা হল আর্জেন্তিনা সিনিয়র ফুটবল দলের। জার্সির ডিজাইন এবং রঙের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দলের জার্সিতে লিঙ্গ-সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

আর্জেন্তিনা মহিলা ফুটবল দল যে ডিজাইনের জার্সিতে খেলে তাদের ম্যাচগুলো লিওনেল মেসিদের জন্যও তেমনই জার্সি ডিজাইন করা হয়েছে ফেডারেশনের তরফে। কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা তাদের যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে সেখানে তারা এই জার্সি পরেই খেলবে। ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের তরফে এই জার্সির ডিজাইন, রঙ, ভাবনা সবকিছুর বাস্তবায়ন ঘটানো হয়েছে। নতুন জার্সির মধ্যে দিয়ে জেন্ডার ইকুয়ালিটির কথাই তুলে ধরা হয়েছে। দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ১৯৭৮ এবং ৮৬ সালে বিশ্বকাপ জয়ীরা এবার তাদের তৃতীয় শিরোপা জিততে মরিয়া থাকবে। ফুটবল ইতিহাসে এবারই প্রথম বেগুনি রংয়ের জার্সিতে খেলবে তারা। জার্সিতে আকা থাকবে আর্জেন্তিনার জাতীয় পতাকাও। ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। আর্জেন্তিনার সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।

নতুন জার্সি প্রকাশের পর আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি ও সেই জার্সি পরে ফটোশুট সেরে ফেলেছেন। সেই ছবি প্রকাশ করা হয়েছে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের তরফে। জার্সি তৈরির উপকরণেও অভিনবত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকত প্লাস্টিকে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে। প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির তৈরির ৫০ শতাংশ উপাদান এই রিসাইকেল প্লাস্টিক।