স্পোর্টস ডেস্ক : ২০০৫ সালে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মুশফিকুর রহিমের। পরের বছর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। জাতীয় দলে অভিষেকের পর থেকে নিয়মিত পারফর্ম করে যাওয়া এ উইকেটকিপার ব্যাটসম্যান ২০০৭, ২০১১, ২০১৫ ও সবশেষ ২০১৯ সালের বিশ্বকাপে খেলেছেন।
আইসিসির সবশেষ চারটি বিশ্বকাপে অংশ নেয়া মুশফিক শুক্রবার বিকেএসপিতে সংবাদ মাধ্যমকে বলেছেন বিশ্বকাপ দলের সদস্য হওয়ার জন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন।
দেশের হয়ে সর্বোচ্চ ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলে তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ১৭৪ রান সংগ্রহ করা মুশফিক বলেন, বিশ্বকাপ তো অনেক বড় টুর্নামেন্ট, বিশ্বকাপ নিয়ে কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে। আমি চেষ্টা করছি সেই অনুযায়ী কাজ করে বিশ্বকাপ দলের একজন সদস্য হতে।
বিশ্বকাপে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭৭ রান সংগ্রহ করা মুশফিক আরও বলেন, ২০২৩ সালের বিশ্বকাপ এখনও অনেক দূরে। আমাদের সামনে এখন ঢাকা প্রিমিয়ার লিগ, পাকিস্তান সফর তারপর আয়ারল্যান্ড সফর রয়েছে। আমাদের মানসিকতা অনেক পরিবর্তিত হয়েছে। সেটার প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে। এটা যেন আমরা ধরে রাখতে পারি সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়।
জাতীয় দলকে ৩৭টি ওয়নাডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় উপহার দেয়া সাবেক এ অধিনায়ক আরও বলেন, সামনে আমাদের অনেক কঠিন সফর আছে যেগুলো আমাদের নির্ধারণ করে দেবে আমরা কোন পথে যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলো আমাদের মাথায় রাখতে হবে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে আমরা যে পারফরম্যান্স করেছি, এগুলো এক বছর ধরে রাখতে পারলে টি-টোয়েন্টিতে একটি ধারাবাহিক দল হিসেবে প্রমাণ করতে পারব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।