টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্ত মেনে নেয়নি পাকিস্তান। এখন তারাও বিশ্বকাপে খেলবে কি না সেটা নিয়ে অনিশ্চিতা তৈরি হয়েছে। এরই মধ্যে দল ঘোষণা করলেও সরকারের পরামর্শের পর দলটি জানাবে তারা বিশ্বকাপে অংশ নেবে কি না। সরকারের পরামর্শে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে সিদ্ধান্তই নেবে, সেটা মেনে নেবেন বিশ্বকাপে থাকা পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির ‘ডাবল স্টান্ডার্ড’ বলে এই সিদ্ধান্তকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পিসিবি। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠকে পিসিবি চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি বিশ্বকাপ ইস্যুতে বোর্ডের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, এ বিষয়ে দলকে আগেই অবগত করা হয়েছে। বৈঠকে খেলোয়াড়রা পিসিবির নীতিগত অবস্থানকে স্বাগত জানান এবং এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
নকভি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নৈতিকভাবে সঠিক এবং ক্রিকেটের মূল মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই কারণেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘ক্রিকেটকে রাজনৈতিক রঙে রাঙানো কারও স্বার্থ রক্ষা করে না। বিশ্বকাপ–সংক্রান্ত যেকোনো বিষয়ে পাকিস্তান সরকারের যে সিদ্ধান্ত হবে, পিসিবি তা অক্ষরে অক্ষরে ও পূর্ণভাবে অনুসরণ করবে।’
স্কোয়াড ঘোষণা করলেও টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না সেটি এখনো নিশ্চিত নয়। এই ইঙ্গিত দিয়েছেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ।
পিসিবির এই কর্তা স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচকদের এখতিয়ার দল বাছাই পর্যন্তই সীমাবদ্ধ। এর পরের সিদ্ধান্ত সরকারের। অর্থাৎ পাকিস্তান দল নির্বাচন করেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপে খেলা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তার আগেরদিন পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন, পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্ত নির্ভর করছে পুরোটাই সরকারের ওপর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


