বিশ্বকাপ ফাইনালে বৃষ্টি হলে, ভারত-অস্ট্রেলিয়া কে হবে চ্যাম্পিয়ন?

বিশ্বকাপ ফাইনালে বৃষ্টি হলে ভারত-অস্ট্রেলিয়া কে হবে চ্যাম্পিয়ন?

স্পোর্টস ডেস্ক : দেড় মাস ধরে চলতে থাকা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের পর্দা নামতে চলেছে আজ। ওয়ানডে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ ৩২ হাজার দর্শকের সামনে নির্ধারিত হবে, কারা ৫০ ওভারের ক্রিকেট শাসন করবে আগামী চার বছর।

বিশ্বকাপ ফাইনালে বৃষ্টি হলে ভারত-অস্ট্রেলিয়া কে হবে চ্যাম্পিয়ন?

আপাতত স্বস্তির বিষয় এই যে, আহমেদাবাদে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদার জানিয়েছে, আজ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সন্ধ্যায় যা ২০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে বৃষ্টি হবে না। তাই নির্ঝঞ্ঝাট এক ম্যাচের আশা করাই যায়!

কিন্তু যদি বৃষ্টি হয়? তখন? তাতেও চিন্তার কিছু নেই। রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। বৃষ্টির কারণে আজ যেখানে খেলা বন্ধ হবে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে আবার। বৃষ্টি হলে চেষ্টা করা হবে অন্তত ২০ ওভার করে যেন খেলতে পারে দুই দল।

ফাইনালে বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে যাবে ম্যাচ। রোববার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার (২০ নভেম্বর) একই জায়গা থেকে শুরু হবে ম্যাচ।

এরপর সোমবার বৃষ্টি বা কোনো প্রাকৃতিক কারণে ম্যাচের সমাপ্তি না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ চ্যাম্পিয়ন হবে।

তবে স্বস্তির সংবাদ হলো, রোববার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল হবে পুরো দিন। আকাশও পরিষ্কার থাকবে।