স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ঘরে বসে দেখার সুযোগ করে দিচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এবার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ক্রিকেটভক্তরা দেখবেন বিশ্বকাপের বাছাইয়ের ৫৪১টি ম্যাচ।
এই সম্প্রচারের জন্য ইতোমধ্যে আইএমজির সঙ্গে চুক্তি করেছে আইসিসি। চুক্তি মোতাবেক, পুরুষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপ এবং নারী ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ে দেখবেন ক্রিকেটভক্তরা। সব মিলিয়ে ৫৪১ ম্যাচ দেখা যাবে এই স্ট্রিমিংয়ে।