আন্তর্জাতিক ডেস্ক : সময়ের কাজ যদি সময়ে না করা হয় তাহলে সেখান থেকে নানা ধরণের সমস্যা তৈরি হতে পারে। সেটাই এবার দেখতে পারবে গোটা বিশ্ববাসী।
এল নিনো এবং লা নিনা এই দুটির উপর নির্ভর করে থাকে কোন সময় কেমন পরিবেশ থাকবে। কখন বৃষ্টি হবে বা কখনই বা প্রবল শীত হবে সেটা স্থির করে দেয় এই দুটি অবস্থা। তবে যদি প্রয়োজনের সময় এরা নিজেদের কাজ করতে না পারে তাহলে সেখান থেকে নানা ধরণের রোগর জন্ম হয়ে থাকে।
এবার বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়েছে তারফলে এল নিনো নিজের কাজটি সঠিকভাবে করেছে। তবে যেসব প্রবল শীতের সময় ছিল সেটি করতে পারেনি লা নিনা। ফলে শীতের সময় থেকেই গরমের দাপট দেখতে শুরু করেছে বিশ্ববাসী। সেখান থেকে তৈরি হয়েছে নানা ধরণের রোগ।
জিএ হেলথের একটি লেখা থেকে দেখা গিয়েছে মানুষের দেহের প্রতিরোধ ক্ষমতাকে বদলে দিয়েছে এই দুটি গতিপথ। পরিবেশের এমন বদলের ফলে যে ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে এই মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা কমেছে। ফলে সামান্য রোগ হলেই মানুষ বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ছে।
এই দুই গতিপথ যদি নিজের সময়ে সঠিক কাজ করত তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হত না। তবে সেটি না করার ফলে সেখানে তৈরি হয়েছে বিরাট ঘাটতি। ফলে এখন গরম শুরুর সঙ্গে সঙ্গেই বিশ্বের বিভিন্ন অংশে দেখা গিয়েছে নানা ধরণের রোগের দাপট। মানুষের দেহ এতদিন যে ছোটোখাটো রোগগুলিকে অতি সহজে মোকাবিলা করত সেগুলি থেকেই এবার তারা কাব হয়ে পড়ছে। ফলে এখান থেকে দেহে প্রতিরোধ ক্ষমতায় বিরাট প্রভাব পড়েছে।
পরিবেশবিদরা মনে করছেন যেভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে সেখান থেকে পরিবেশ এখন একটি বিশেষ ভূমিকা নিতে পারে। তবে সময়ের কাজ যদি সময়ে না হয় তাহলে মানুষের দেহ তাকে মেনে নিতে পারে না। এটাই মানুষের দেহের ধর্ম। এই দুই গতিপথের ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যে কমছে সেটা আগামী কয়েক বছরে আরও বেশি করে সামনে চলে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।