
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্চ সেন্টারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৯০০ মানুষ। আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১০ হাজার ১৯৬৭ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় আগ থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২৫৫ জন। মৃতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭০২ জনে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ১৪০ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পর আছে রাশিয়া ও ব্রাজিল। দেশ দুইটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ এবং তিন লাখ ১০ হাজার ৮৭ জন। মারা গেছেন ৩ হাজার ৯৯ জন এবং ২০ হাজার ৪৭ জন।
এরপর মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৩৬ হাজার ১২৪ জন। আক্রান্তের তালিকায় তার অবস্থান চতুর্থ, দুই লাখ ৫২ হাজার ২৪৬ জন।
মৃতের তালিকায় ইতালি তৃতীয়, ৩২ হাজার ৪৮৬। আক্রান্তের তালিকায় দেশটি চতুর্থ, দুই লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।
এরপর ফ্রান্স ও স্পেনে মারা গেছে যথাক্রমে ২৮ হাজার ২১৮ জন এবং ২৭ হাজার ৯৪০ জন। আক্রান্তের সংখ্যায় ফ্রান্স এক লাখ ৮২ হাজারের কাছাকাছি এবং দুই লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।