নীলফামারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় তিনি বলেন, বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের উন্নয়নে বিস্মিত। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উন্নয়নের ম্যাজিক জানতে চান তাঁরা। মাত্র ১২ বছরে বাংলাদেশের যে বিশাল পরিবর্তন ঘটেছে তা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্ররা যেমন পড়াশোনা করবে, মানুষ হবে, মানুষের পাশে থাকবে তেমনি আন্দোলন-সংগ্রামেও ঝাঁপিয়ে পড়বে। কারণ শত্রুরা এখনো আমাদের পিছু ছাড়েনি।’
সমাবেশে বিশেষ অতিথির ভাষণ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।