বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে এসার। ৪কে রেজুলেশন সমর্থিত এসার সুইফট এজ নতুন মডেল ক্রমবর্ধমান সাইবার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারবে। যার জন্য ব্যবহার করা হয়েছে মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর।
এসারের দাবি, বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ, ওজন ১.১৭ কেজি। ওজনে হালকা হলেও বেশ টেকসই। ডিভাইসে অ্যালয় মেটেরিয়াল বডি ব্যবহার করা হয়েছে, যা রেগুলার অ্যালুমিনিয়ামের থেকে ২০ শতাংশ হালকা এবং দুইগুণ অধিক মজবুত।
এসের নতুন ল্যাপটপে রয়েছে ১৬-ইঞ্চি ৪কে ওএলইডি ডিসপ্লে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে এএমডি রাইজেন ৭ ৬৮০০ইউ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চালিত এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই জেন৪ এনভিএই স্টোরেজ।
ল্যাপটপে একটি ফুল-এইচডি রেজুলেশনের ওয়েবক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা ৬০ এফপিএস রেটে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার ভিডিও কল চলাকালীন ‘ক্রিস্টাল ক্লিয়ার’ মানের ভয়েস সরবরাহ করতে এই ল্যাপটপে টেম্পোরাল নয়েজ রিডাকশন ফিচার যুক্ত করা হয়েছে। এতে স্টেরিও স্পিকার রয়েছে। বায়োমেট্রিক সিকিউরিটি জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার।
৫৪ ডাব্লিউএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এসারের নতুন ল্যাপটপে, যা ৬৫ ওয়াটের পিডি অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে। ল্যাপটপটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।