বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ি হতে যাচ্ছে Volvo EX90?

Volvo EX90

Volvo ব্র্যান্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একটি নাম। তাদের তৈরি করা গাড়ি বিশ্বজুড়ে বিখ্যাত। তাদের পরবর্তী গাড়ি যেটি মার্কেট কাঁপাতে যাচ্ছে সে মডেলের নাম Volvo EX90। এটি একটি SUV গাড়ি এবং বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে।

Volvo EX90

Volvo এর এ গাড়িতে সব থেকে বেশি সেন্সর ব্যবহার করা হবে। এর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। Volvo দাবি করছে যে তারা এর আগে এতটা নিরাপত্তার কথা মাথায় রেখে কোন গাড়ি নির্মাণ করেনি। তবে এ গাড়িটি সব দিক থেকে শতভাগ নিরাপদ থাকবে।

Volvo এর এ গাড়িটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে গাড়ির কম্পিউটার আপনার হয়ে অনেক সুবিধাজনক সিদ্ধান্ত গ্রহণ করবে।

নভেম্বরের নয় তারিখের আগে গাড়িটি বাজারে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যেনো আপনার পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে গাড়িতে নিরাপদ অনুভব করেন সে বিষয়ে নজর রেখেছে Volvo।

Volvo গাড়ির নিরাপত্তার বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে। একটি সড়ক দুর্ঘটনার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে এবং এর ক্ষতিকর প্রভাব মারাত্মক। কোম্পানিটি এ বিষয়ে বেশ সচেতন রয়েছে।

নতুন Volvo EX90 গাড়িতে ৫ ধরনের রাডার থাকবে। সাথে ৮টি ক্যামেরা এবং ১৬ টি গুরুত্বপূর্ণ আল্ট্রাসনিক সেন্সর ইন্সটল করা থাকবে।

তবে অনেক প্রযুক্তিবিদরা এ গাড়ির বৈশিষ্ট্যের সমালোচনা করেছেন। তাদের যুক্তি হচ্ছে ভলভো ম্যাট্রিক্স রেভ্যুলেশনকে সামনে নিয়ে আসতে চাচ্ছে। গাড়ির এত রোবটিক বৈশিষ্ট্যের ফলে গাড়ির চালক এবং আশেপাশের ব্যক্তিদের মানবতার বৈশিষ্ট্য লোপ পেতে পারে। আমাদের হৃদয় ও মন যেন রোবটিক বৈশিষ্ট্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা প্রভাবিত না হয় সেটা খেয়াল রাখা দরকার।

তবে গাড়িটি মার্কেটে রিলিজ পাওয়ার পর আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। Volvo EX90 গাড়ির দাম হবে ৮৪ লাখ রুপি।