আন্তর্জাতিক ডেস্ক : এবার বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করেছে চীন। এই বিমান পানি ও আকাশ- উভয় জায়গাতেই নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সম্প্রতি চিন্র গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরীতে বিমানটি প্রকাশ্যে আনা হয়। খবর- সিনহুয়া।
বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) এই বিমান তৈরি করেছে। তাদের মতে, এটিই বিশ্বের সবচেয়ে বড় বিমান। যেকোনো বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভাতে এই বিমান কার্যকর ভূমিকা পালন করবে।
সিনহুয়া জানায়, বিমানটির নাম রাখা হয়েছে এজি-সিক্স হান্ড্রেড। এটি আকারে প্রায় বোয়িং সেভেন থ্রি সেভেনের সমান।
Advertisement
এজি-সিক্স হান্ড্রেড বিমান দিয়ে সাগরে সম্পদ অনুসন্ধান, পরিবেশ সংক্রান্ত নজরদারি এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা যাবে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


