বিশ্বের সেরা হট বিজ্ঞানী সম্পর্কে জানলে, ঘুরে যাবে আপনার মাথা

হট

জুমবাংলা ডেস্ক:  কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। সত্যিই তাই। আর এই কথাগুলো প্রযোজ্য বিজ্ঞানী রোজি মুরের জন্যও। ফ্লোরিডার দক্ষিণ-পূর্ব উপকূলের ডেলরে শহরে বাসিন্দা রোজি মুর পেশায় একজন প্রাণী-বিশেষজ্ঞ, বিজ্ঞানীও। অবসরমতো মডেলিংও করেন।

হট

বিভিন্নরকম বিষাক্ত প্রাণী-পতঙ্গ পোষেন। গুণের আকর বলতে গেলে। পাশাপাশি রূপেরও ডালি তিনি। নিজেই নিজেকে বলেন, ‘আই অ্যাম দ্য ওয়ার্ল্ডস হটেস্ট সায়েন্টিস্ট’। না, সেটা বাড়াবাড়ি কিছু নয়। তার ছবি-টবি দেখে সকলেই একবাক্যে স্বীকার করেন, তিনিই এ গ্রহের সব চেয়ে গ্ল্যামারাস বিজ্ঞানী।

কিন্তু সমস্যা হচ্ছে, তিনি বিজ্ঞানী হলেও পুরো বিশ্ব তাকে বেশি চেনে তার সৌন্দর্যের জন্যই। এ তার পক্ষে সম্মানের না অসম্মানের সেটা অবশ্য অন্য প্রশ্ন। তবে, এবার তিনি খবরের শিরোনামে সম্পূর্ণ ভিন্ন কারণে। তিনি এবার ট্রোলড হলেন তার অন্য এক শখের কারণে।

সম্প্রতি তিনি একটি ব্ল্যাক উইডো মাকড়সা পুষেছেন। ভয়ংকর বিষধর সাপ হিসেবে পরিচিত র‍্যাটলস্নেকের থেকেও ১৫ গুণ বেশি মারাত্মক এই তার এই নতুন পোষ্যটি। যদিও রোজির দাবি, মাকড়সাটি সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে। ব্ল্যাক উইডো স্ত্রী মাকড়সারা সঙ্গমের পর তাদের পুরুষসঙ্গীদের খেয়ে ফেলে। স্ত্রী মাকড়সাদের একটি বিশালাকার বিষগ্রন্থি থাকে। কিন্তু তা নিয়ে আদৌ বিচলিত নন রোজি। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি একটি ব্ল্যাক উইডো মাকড়সার খোঁজ করছিলেন। অবশেষে এই মাকড়সাটিকে তিনি পেয়েছেন। মাকড়সাটির একটি নামও তিনি দিয়েছেন ‘ওফেলিয়া’।

রোজি বলেছেন- একটিমাত্র কামড় প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা সত্যিই খুব কম। তার দাবি, একমাত্র ঝুঁকি রয়েছে বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে। তাছাড়া মাকড়সাগুলো আকারে এতই ছোট হয় যে তারা খুব কম পরিমাণ বিষই ঢালতেপারে। তাই তারা র‍্যাটলস্নেকের মতো অতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে না।

সে যাই হোক। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়। নেট-পাড়ার বিচারে, রোজিই বিশ্বের সবচেয়ে সুন্দরী, সাহসী এবং সেক্সি বিজ্ঞানী। কিন্তু তাকে ঘিরে এত মুগ্ধতা ও প্রশংসা থাকা সত্ত্বেও সম্প্রতি নিজের কিম্ভূত শখের কারণে অনলাইনে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তিনি। মানুষ তার এই আশ্চর্য বিপজ্জনক শখ নিয়ে এতটাই বিরক্ত যে, তাদের অনেকেই তাকে ‘পাগল’ পর্যন্ত বলে দিচ্ছেন।

সূত্র: জি নিউজ

এক রাতের মধ্যে পুরো গ্রাম ‘ভ্যানিশ’!