জুমবাংলা ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত থেকে এই তথ্য জানা যায়।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি এক লাখ ৩৬ হাজার ৪১৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪২ লাখ ৫৪ হাজার ৯৭৬ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন ছয় লাখ ১৪ হাজার ৭৯৭ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৫ হাজার ৭৫৭ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি ২৬ হাজার ৫৩৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫৯ হাজার ৬০৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।