স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া ২০১৯ সালের নারী এককের ইউএস ওপেন গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতে নেন কানাডিয়ান নারী বিয়াঙ্গা আন্দ্রেস্কু। তার কীর্তি
অমর করে রাখতে তাকে সম্মাননা দিয়েছেন দেশটির মিসিসগা শহরের মেয়র। সম্প্রতি মেয়র বনি ক্রম্বি টেনিস তারকা আন্দ্রেস্কুর নামে একটি রাস্তার নামকরণ করেন। যার নাম দেওয়া হয় ‘আন্দ্রেস্কু ওয়ে’। যেখানে উপস্থিত ছিলেন কানাডার হাজার হাজার নাগরিক। শুধু তাই নয় তার সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আন্দ্রেসকুকে চমকে দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যডো।
প্রসঙ্গত, কানাডায় এই প্রথম কোনও নারী ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যামটি জিতেন।
নামকরণ অনুষ্ঠান শেষ হওয়ার পর আন্দ্রেস্কু টুইট বার্তায় বলেন, দিনটিকে কখনও ভুলবার নয়। মিসিসগা শহরের সবাইকে ধন্যবাদও জানান তিনি।
টুইটে তিনি আরও লিখেন, ‘ধন্যবাদ তাদেরকেও যারা এমন একটি র্যালির আয়োজন করেছেন এবং এখানে এসে অংশগ্রহণ করেছেন।’
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় আন্দ্রেস্কু’র প্রশংসা করে বলেন, ‘কানাডায় সব কিছুই সম্ভব। তুমি সকলের জন্য অনুপ্রেরণা এবং আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।