বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম ঢাকা

বায়ুদূষণ

জুমবাংলা ডেস্ক: বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

বুধবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের ৭ হাজারের বেশি শহরের বায়ুদূষণ পরিস্থিতি বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংস্থা দুটি বলছে, ঢাকার প্রতি ঘনমিটারে বাতাসে বার্ষিক গড় সূক্ষ্ম বস্তুকণার (পিএম ২ দশমিক ৫) উপস্থিতি ৭১ দশমিক ৪ মাইক্রোগ্রাম আর নাইট্রোজেন ডাই-অক্সাইডের (এনও২) উপস্থিতি ২৩ দশমিক ৬ মাইক্রোগ্রাম।
বায়ুদূষণ
প্রতিবেদনের তথ্যমতে, বস্তুকণা পিএম-২ দশমিক ৫ হলো- বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশির ভাগই বিপজ্জনক। এ ছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎকেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

বায়ুদূষণে শীর্ষ থাকা নয়াদিল্লিতে বায়ুকণা পিএম ২ দশমিক ৫ এর গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ১১০ মাইক্রোগ্রাম।

এ ছাড়া বায়ুদূষণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার শহর কানো। চতুর্থ স্থানে রয়েছে পেরুর রাজধানী লিমা।

২০১৯ সালে ঢাকায় বায়ুদূষণের কারণে ২২ হাজার মানুষ মারা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে।

প্রয়োজনে ডিম আমদানি করা হবে, দাম কমানো নিয়ে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী