in ,

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনাসভা

জুমবাংলা ডেস্ক: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,  ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর পরিবেশেই উন্নত জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমির প্রমুখ। সূত্র: বাসস