ভারত এখনো বিশ্বে গার্মেন্ট রপ্তানিতে বাংলাদেশ থেকে পিছিয়ে আছে বলে উঠে এসেছে দেশটির ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক সমীক্ষায়। গতকাল ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান পার্লামেন্টে এ সমীক্ষা পেশ করেন।

আগামী রবিবার চলতি বছরের বাজেট পেশের আগে অর্থ মন্ত্রণালয় আগের বছরের এই সমীক্ষা উপস্থাপন করে। একই সঙ্গে গার্মেন্ট রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মোদি সরকারের গৃহীত পদক্ষেপের কথাও সমীক্ষায় তুলে ধরা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০২৩ সালে আন্তর্জাতিক বাজারে গার্মেন্ট রপ্তানিতে ভারতের অংশীদারি ছিল ২.৮ শতাংশ। যদিও এটা অন্য দেশের তুলনায় অনেক কম। এক্ষেত্রে চীনের অবদান ছিল ৩০ শতাংশ, বাংলাদেশের ৯ শতাংশ এবং ভিয়েতনামের ৭ শতাংশ।
আরও পড়ুনঃ
এতে আরও বলা হয়েছে, গত অর্থ বছর গার্মেন্ট রপ্তানি ৩ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশসহ অন্যদের তুলনায় তা প্রতিযোগিতামূলক নয়। এজন্য আগামী ২০৩০ সাল নাগাদ ১৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য স্থির করতে আন্তর্জাতিক বাজারে অন্য সুযোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে। আগামী দিনে গার্মেন্ট রপ্তানিতে ব্যয় বাড়বে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


